নিয়োগ বিজ্ঞপ্তি ৩য় বার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী বসুয়া উচ্চ বিদ্যালয়, পবা, রাজশাহী’র নিম্ন মাধ্যমিক শাখায় নিম্নলিখিত এমপিও ভুক্ত পদে লোক নিয়োগ করা হবে। আগামী ০২/০৩/২০২৫ খ্রি: তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে ৩০০/- (তিনশত) টাকার পোষ্টাল অর্ডারসহ (অফেরতযোগ্য)
প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন খামবন্ধ করে জমা দিতে হবে। যে সকল প্রার্থী ইতোপূর্বে গত ১৬ই জুলাই ২০২২তারিখে এবং গত ৩১ জুলাই ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই
ক্র.নং | পদের নাম ও সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়সসীমা | বেতন স্কেল ও গ্রেড ২০২৫ |
০১ | আয়া (০১ জন) | নুন্যতম জেএসসি/জেডিসি/সমমান | বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর (তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য ) | গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০) |
০২ | পরিচ্ছন্নতাকর্মী (০১ জন) | নুন্যতম জেএসসি/জেডিসি/সমমান | বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর (তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য ) | গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০) |
০৩ | অফিস সহায়ক (০১ জন) | নুন্যতম জেএসসি/জেডিসি/সমমান | বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর (তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য ) | গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০) |
প্রধান শিক্ষক
বসুয়া উচ্চ বিদ্যালয়
পবা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০১৭১৮-৬১৬৪৭৯
